তোমায় ভাবতে গেলে মাথা যায় ঘুরে
ডেকেও মেলে না সাড়া থাকো কত দূরে?
কোন মানুষ দেখিনি দিছো যারে দেখা
তোমায় পেতে পুস্তকে আছে কত লেখা।
সত্য নাকি মিথ্যা সেথা, কিছুই বুঝি না
বইয়ে তোমায় আর তাইতো খুঁজি না।
মন দিয়ে চারদিকে শুধু খুঁজে যাই
আকাশে বাতাসে কোথা নাহি ভুলে পাই।


দুঃখীর দুয়ারে গেছি, গেছি ধনী ঘরে
মসজিদ ও মন্দিরে থাকি দিন ভরে।
গরীব কাঁদে ক্ষুধায় ধনী কাঁদে শোকে
শাহিন বলে আসুলে সুখী নাহি লোকে।
যে শক্তি দিছো ভুবনে যে যতটা পায়
সেই তো তোমার কথা ততটুকু গায়।


রচনা কাল : ১২/১০/২০১৮ ইং