বিরহ আগুন জ্বলে, নিশি দিন ভরে।
এ কেমন বুক জ্বলে, সারা দিন ধরে।
দু'নয়নে অশ্রু ঝরে, বেলা অবেলায়।
দুঃখ পেয়ে মন চুপি, কাঁদে একেলায়।
ভালবাসা যেন বুকে, বাজে সুরে সুরে।
কান্না মনে সুখ আনে, রাতের আঁধারে।
কত আশা যায় পুড়ে, বিরহ ছোঁয়ায়।
মন ভেঙে গেছে বলে, সবাই কাঁদায়।


বুকে আছে ভালবাসা, সাথে কেহ নাই।
দুনিয়ায় খুঁজে আর, সুখ নাহি পাই।
যে ছিল ছেড়ে আমায়, করে গেছে পর।
তাই যেন পড়ে আছে, শূন্য মোর ঘর।
একা একা কত কাল, দুঃখ নিয়ে মনে;
বাঁচবো আঁধার ঘরে, অশ্রু দু'নয়নে?


রচনা কাল ঃ
১৪/০৬/২০১৭ ইং
৭ঃ৫৪ পিএম।