কতজনে চলে গেল ফিরে তো এলো না
কত স্বপ্ন ব্যথা হল পূর্ণ তো হল না।
দিন গেল রাত গেল এলো দুঃখ কত
দুনিয়ার রঙ্গ মেলা দেখা হল শত।
সবাই বোঝে দুনিয়া আর কিছু নয়
ক্ষতি করে মিথ্যা বলে  তারা কি যে পায়।
ও আমার মন তুই সত্য কথা শোন
এই বনে সুখ নেই আছে দূর বন।


দুই দিন কষ্ট পেয়ে সব ভুলে যাও
ভয় ডর নাহি পেয়ে মিথ্যা মেনে নাও।
কি হবে এই সুখের?  জন্ম বৃথা যায়
পাপ কাজ দেখে শুনে করা হল হায়।
কি হবে ওই জগতে ভেবে নাহি পাই
শাস্তি আছে পরপারে শুধু শুনে যাই।


রচনা কাল : ১৫/০২/২০১৮ ইং