ভুল করে এই মন ভালবেসে ছিল
সুখ আশা করে প্রাণ ব্যথা বুকে নিল।
সত্য প্রেম দিয়ে বুক ভরে ছলনায়
এত জ্বালা কোন দোষে এই মন পায়।
বিরহের গানে সুখ আসে নিশি রাতে
স্বপ্ন মাঝে তার হাত দেখি নিজ হাতে।
কত প্রেম দিলে মন পাবে ভালবাসা
সব কিছু মিথ্যে হয় করে যেন আশা।


মন দিয়ে মন নাহি পাই পৃথিবীতে
কাছে ডাকে সবে যেন সুখ কেড়ে নিতে।
দোষারোপ করি নাতো ভালবাসি যারে
কষ্ট দেয় যত বেশি তত যাই ধারে।
পাগলের মত মন ছোটে তার পিছে
রেগে গিয়ে তাই শুধু ব্যথা বুকে দিছে।


রচনা কাল : ০৬/০৩/২০১৯ ইং