কতটা বাসলে ভাল মন মেলে ভবে
আপন ভাবলে যেন দূরে যায় সবে।
যতনে নয়নে দেয় অশ্রু অবিরত
অন্তর ভেতর শুধু হয়ে যায় ক্ষত।
স্বপন দেখছি যত পূর্ণ নাহি হয়
জীবনে পাগল মন কত কথা কয়।
বেদনা যতই আসে এই কলিজায়
সইতে দিবস রাতি যায় চলে যায়।


মনটা একেলা কত পুড়ে হবে খাঁটি
হৃদয়ে দুঃখের নদী ভরে যাক মাটি।
আশার দুয়ারে বসে থাকি সারাক্ষণ
ভরবে কখন জানি সুখে এই মন।
নিশুতি রাতের কান্না থেমে যেন যাবে
আসলে প্রেমের স্রোত সুখ মন পাবে।


রচনা কাল : ১২/০৩/২০১৯ ইং