যমুনার জলে ভাসে পথহারা প্রাণ
ভেসে ভেসে তারা হেসে গায় কত গান।
কেহ ভাবে মহাসুখী তারা এই ভবে
তাই তো গাঁয়ের মাঝে যুগ যুগ রবে।
গ্রাম ছাড়া কিছু তারা ভাবতে পারে না
ক্ষেত বুঝি নাম হয় প্রাণে তো সহে না।
খায় দায় কাজ করে আর কিছু নয়
বড় বড় লাখো পতি তাই বুঝি কয়।


মেঠো পথে মেঠো মন ঘুরে মজা পায়
দক্ষিণা হাওয়া পেলে একটু ঘুমায়।
ফসলের ভরা ক্ষেতে তারা দেয় হাসি
সে হাসি কয় জনেই বলে ভালবাসি।
কৃষকের হাসি যারা দেয় না ক দাম
মূর্খ তারা বোকা তারা ছেঁড়া জুতাচাম।


রচনা কাল : ২৫/০৪/২০১৮ ইং