ঈদ এলো ঈদ এলো কুরবানি ঈদ
ভোগ নয় ত্যাগে সুখ গাও তার গীত।
আনন্দ আনন্দ শুধু সব মানুষের
ধনী গরীব সবাই ছোট বড়দের।
খেয়ে নয় দিয়ে সুখ পায় আজ মন
শত্রু যেন বন্ধু হয় নিভায় দহন।
সব মুসলমানের আজ ঘরে ঘরে
আনন্দ বিরহ যেন অশ্রু হয়ে ঝরে।


এই দিনে একজন থাকে যদি দূরে
বাড়ির সবাই তারে ডাকে এক সুরে।
পাড়ার দুঃখী মানুষ সেও সুখী হয়
তৃপ্তি ভরে খেয়ে যেন এক সাথে রয়।
দিয়ে নিয়ে ভোগে ত্যাগে আজ সারাদিন
চলে যায় যেন কেউ থাকে না ক ঋণ।


রচনা কাল : ২২/০৮/২০১৮ ইং


♥ সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক ♥