হে সূর্য শীতের সূর্য, দাও তাপ দাও।
খোকন ডাকে তোমায়, দাও সাড়া দাও।
কুয়াশায় ঢাকা সূর্য, মুখ বুজে রয়।
শীতে কাঁপে থর থর, প্রাণে নাহি সয়।
আকাশটা কুয়াশায়, শুধু থাকে ভরা।
চারদিকে ঝরে পড়ে, যেন বৃষ্টি ধারা।
গাছ গুলো কুয়াশায়, যেন ডুবে রয়।
পাখি ডাকে শীতে যেন, গাছের শাখায়।


এই শীতে হাহাকার, ভরে শূন্যতায়।
গরীবের ঘর যেন, শীতে কাঁপে হায়।
দিবানিশি কষ্টে কাটে, শীতের কারণ।
দেহ ছেড়ে আসে যায়, যেন মন প্রাণ।
বৃদ্ধ বৃদ্ধা শিশু যেন, রোদের আশায়;
উঠানের ফাঁকা স্থানে, চুপ মেরে রয়।


রচনা কাল ঃ
০৭/০৮/২০১৭ ইং
৭ঃ৩১ এএম।