কেমন করে মানুষ, যায় পর হয়ে
ভাবতেই থর থরে প্রাণ কাঁপে ভয়ে।
মাটির আঁধার ঘরে কেমনে ঘুমায়
ধীরে ধীরে মাটি হয়ে কোথা মিশে যায়?
জীবনের সব মিছে সবই তো পর
কি হবে সুখের ছলে বেঁধে আর ঘর?
কি হবে রূপের প্রেম আজ মারা গেলে
বুঝবে সেদিন তুমি কি ভুবনে পেলে।


রঙিন দুয়ার দেখে হাসি মুখ করে
নানা ছলে পড়ে সুখ বুকে নিলে ভরে।
মিথ্যে স্বপ্ন দেখে কোন লাভ নেই ভাই
ফলাফল শূণ্য রয়ে যাবে সবটাই।
মিথ্যে বলে সুখ পেয়ে হাসি কি গো  সাজে?
এসো সবে সত্য পথে প্রকৃতির মাঝে।


রচনা কাল : ১১/০৬/২০১৮ ইং