সহস্র কথার মাঝে বেঁচে থাকে প্রাণ
মায়ের ভাষায় লিখি কত শত গান।
শৈশবে নড়লে ঠোট মায়ে দিত সাড়া
বলতো নানান গল্প ঘুরে সারা পাড়া।
দিয়েছে আপন ছবি এই বুকে এঁকে
শিখেছি কতই কথা সেই দিন থেকে।
কেমন মধুর কণ্ঠ চারদিকে বাজে
হৃদয় ভেতরে শুধু বাংলা শব্দ সাজে।


বাংলার প্রতিটি শব্দ পৃথিবীর সেরা
হাজারো শহীদ রক্তে এই ভাষা ঘেরা।
কবিরা কবিতা লেখে এই ভাষা নিয়ে
রক্তের স্রোতের মাঝে কেঁদে ছিল হিয়ে।
অনেক কিছুই পাই ইতিহাস ঘেটে
নয়ন জলের মাঝে ভাষা আসে হেটে।


রচনা কাল : ১৪/০১/২০১৯ ইং