চুরি করে বড় হবে পাবে বুঝি মান
লোকে যদি জানে হায় মরে যাবে প্রাণ।
এত টাকা ঘর-বাড়ি এত খাটাখাটি
আজ মারা গেলে কাল সব হবে মাটি।
দোষ শুধু রয়ে যাবে হিসাব খাতায়
চেয়ে যদি দেখে তুমি প্রতিটি পাতায়।
সেদিন তোমার হবে নিদারুণ জ্বালা
পৃথিবীর দোষ সেথা হবে বড়  তালা।


দু'দিনের ভবে এসে কেন দাও ফাঁকি
জীবনের তরী খানি দিচ্ছে দেখো ঝাকি।
কি সুখের আশা করো এই পৃথিবীতে
দুই দিন ক্ষণ নিয়ে এলে দোষ নিতে?
পরের মন্দ  করতে নিজে হলে পাপি
দাম পেতে শক্তি দিয়ে দিলে কোথা ঝাঁপি।


রচনা কাল : ২১/০৫/২০১৮ ইং