কারো সাথে এই মন মিলল না আর
তাই ব্যথা পেলো মন ঘুরে বার বার।
একা থাকি একা ভাবি স্বপ্ন শুধু আঁকি
কিভাবে আমায় আর কে দিবে রে ফাঁকি।
নিশি ডাকে চাঁদ ডাকে জোনাকিরা আসে
সবে যেন মন থেকে খুব ভালবাসে।
নদী জল ছলছল শুধুই হাসায়
কত কথা আছে পড়ে স্মৃতির পাতায়।


মাঝে মাঝে কিছু কথা বুক ভেঙে দেয়
মনের সকল সুখ কেড়ে যেন নেয়।
স্বপ্ন নয় সত্যি চোখে কিছু ছবি ভাসে
সেই ছবি চুপিসারে কষ্ট হয়ে হাসে।
আশা নেই বাসা নেই আছে শুধু মন
এই মন ভাবি তাই যেন খাঁটি ধন।


রচনা কাল : ২৫/১০/২০১৮ ইং