কি যাদু করে আমায়, বেঁধে রেখে দিলে।
কিছু না হারিয়ে মোর, খুঁজি তিলে তিলে।
যাহা নাহি ছিল মোর, দেখে পরে হায়;
আপন আপন বলে, মন ডেকে যায়।
মিটি হেসে বলে মন, বড় ভালবাসি।
দূরে গেলে যেন তুমি, অশ্রু জলে ভাসি।
কি রোগ ধরল মোরে, না দেখে তোমায়;
ছয়ফট করে যেন, সারাক্ষণ যায়।


রাত যেন শুধু মোরে, ভাবনা বাড়ায়।
সকাল সকাল যেন, দেখি তারে হায়।
মিষ্টি লাগে স্বপ্ন দেখা, মন আঁকাবাঁকা।
রাতের আঁধারে যেন, হাসি পায় একা।
মধুময় দিন যেন, করে অভিনয়।
জেনে শুনে তবু যেন, ভাল লাগে হায়।


রচনা কাল ঃ
২২/০৭/২০১৭ ইং
৯ঃ২৫ পিএম।