টাকা হলে সব মেলে, মেলে না রে মন
এই কথা বড় মিথ্যা সবে তোরা শোন।
ভাত ছিটালে কাকের অভাব  হয় না
এই কথা সত্যি খাটি পরানে সয় না।
মন বড় সস্তা আজ বিক্রি হাটে ঘাটে
টাকা হলে দুঃখি মনে হাসি যেন ফোটে।
অসময়ে বন্ধুগন দূরে চলে যায়
এই কথা বড় মিথ্যা মন বলে যায়।


টাকা হলে বন্ধু মেলে মেটে কত আশা
আদর সোহাগ মেলে পরে যে নিরাশা।
আসল মনের বন্ধু হয় না টাকায়
আসল আদর ভবে মেলে না টাকায়।
মিথ্যা প্রেমে সত্য ছলে শুধু মেলে ব্যথা
কারে বলবো আমার হৃদয়ের কথা।


রচনা কাল : ২৭/০২/২০১৮ ইং