না বুঝলে তারে আর বুঝানো যায় না
বুক চিঁড়ে দেখালেও সে মানবে না।
যে বুঝার মন দিয়ে সব বুঝে নিবে
দুঃখ নিয়ে সুখ তার বুকে ঢেলে দিবে।
বিশ্বাসী প্রেমিক দল ব্যথা পেয়ে কয়
বুক চিঁড়ে দেখালে তো প্রেম হত জয়।
আফসোস করে শুধু নিজেকে দোষায়
শাহিনের কথা সবে বুঝতে কি পায়?


আরো খুলে বলি যদি কষ্ট পাবে তারা
পর নাম লিখে রক্তে হয় দিশেহারা।
মিথ্যে মনের আশায় দিন গুনে যায়
সত্য প্রেম দিয়ে তারা কষ্ট শুধু পায়।
পাষাণী হৃদয় গুলি বুঝেও বোঝে না
সত্য মন সত্যে কেন পাগল হয় না?


রচনা কাল : ১৭/০৭/২০১৮ ইং