জীবনের প্রতি ক্ষেত্রে সব এলোমেলো
সব জায়গায় মন ব্যথা শুধু পেল।
কি পেলাম এই ভবে ভাবি নিরালায়
কিছুই মেলে নি প্রাণে হায় হায় হায়।
আপন মানুষ গুলো গেছে বহু দূরে
দেহ মন হয়ে গেছে ছাই পুড়ে পুড়ে।
সান্ত্বনা দেয় নি কেউ দুঃখ যারা দিল
ছলনায় ভালবেসে সুখ কেড়ে নিল।


আমি একা নিশিরাতে খেলি ব্যথা নিয়ে
ঘর সাজাই নিরবে মিথ্যে স্বপ্ন দিয়ে।
দু'চোখে শ্রাবণ বর্ষা ঝরে সারাক্ষণ
সুখের দুয়ারে তালা বাড়ায় দহন।
যাক কেটে দুঃখ দিয়ে সারাটি জীবন
শুণ্য থাকুক আমার ফুলহীন বন।


রচনা কাল : ২৭/০৬/২০১৮ ইং