মধুময় সুর যেন, হৃদয়ে তোমার।
গানে গানে ভরে যায়, মন যে আমার।
পাথরে পাথরে লেখা, নেই স্মৃতি দাম।
বুকের পাজরে আছে, লেখা সেই নাম।
তুমি শুধু আছো বুকে, আর কোথা নাই।
দূরে গেলে বিরহের, গান যেন গাই।
সন্ধ্যা বেলা কোনো খানে, যদি দেখি হায়;
সারা নিশি ভাবনায়, যেন কেটে যায়।


বর্ষা ঝরে স্বপ্ন আসে, দিন মধুময়।
নানা রুপে দিন যেন, সুখে কেটে যায়।
ছোট ছোট ব্যথা গুলি, চোখে স্বপ্ন আঁকে।
মিলনের নানা ক্ষণ, চলে একেঁবেঁকে।
স্বপ্নে তোমার ছোঁয়ায়, সুখ যে বাড়ায়।
হাসি গুলো ফ্রেমে বেঁধে, দিন কেটে যায়।


রচনা কাল ঃ
২৪/০৭/২০১৭ ইং
১২ঃ৪৯ পিএম।