আমি মরে গেলে আর কে কাঁদিবে বলো
কবরে রেখে বলবে বাড়ি ফিরে চলো।
শেষ হবে এই ভাবে জীবনের খেলা
ও মন দেখরে চেয়ে বেশি নাই বেলা।
কিসের আশায় পড়ে রইলে এ ভবে
যতটুকু এলে পথ কি পাইলে কবে?
যা পেয়েছো সব কিছু রবে পৃথিবীতে
পারবে না কোন কিছু সঙে করে নিতে।


মন বলে শাহিনরে কিছু নাহি চাই
দেখতে এসেছিলাম ফিরে যাবো তাই।
পৃথিবীর রূপ সেরা স্বর্গ থেকে দামি
নরকও আছে দেখি তাই ভব নামি।
সুখ দুঃখ হাসি কান্না কোথা আছে আর
একতরফা কিছুতে তৃপ্তি নাই তার।


রচনা কাল : ০৩/১০/২০১৮ ইং