যার হাত ধরি আমি সেই যায় ছেড়ে
ব্যথা গুলো খাটি হয়ে বুকে শুধু পোড়ে।
তোমার মত সবাই ছলনায় ভরা
কেউ নেই মন মত সারা বসুন্ধরা।
আমার মনের মত শুধু ছিলে তুমি
ভাবনায় ছিল ভুল তুমি নও দামি।
আসুলে বিধির কাছে নেই খাটি মন
যদি থাকতো তাহলে পেতাম সে মন।


শুধু একটা মনের ভালবাসা চাই
সেই মন স্বর্গ হতে আজো আসে নাই।
কবে বিধি এই ভবে পাঠাবে সে মন
হৃদয়ে হৃদয় মিলে হাসবে নয়ন।
করুণ চাহনি তুলে আকাশের দিকে ;
বলি বিধি মন দাও যদি মন থাকে।


রচনা কাল : ২২/০৩/২০১৮ ইং