মন দেখে তোরা ভবে করিস পীরিত
মুখ দেখে আর তোরা বানিস না গীত।
সুখ নিতে চাস যদি দেখিস না রূপ
বাহিরের মায়া দেখে থাকিস না চুপ।
আচরণ দেখে তোরা করিস বিচার
কালো আর ধোলো পাক এক অধিকার।
মন হীন মানুষের পাশে ঘুরে ঘুরে
পুড়িস না তিলে তিলে দিন রাত ধরে।


আমি এক প্রেমে পড়ে হারিয়েছি মন
ভুলা মন বুঝে ছিল যেন খাটি ধন।
ব্যথা পেয়ে দু'নয়ন অশ্রু জলে ভাসে
বুঝে নি আমার ব্যথা তাই তো সে হাসে ।
আসেনি দেখতে কভু নীরবে আমায়
আসুলে বাসে নি ভাল তাই ছেড়ে যায়।


রচনা কাল : ১৫/০৪/২০১৮ ইং