দিবানিশি বুক মাঝে করো বসবাস
মন জুড়ে থাকো বসে যেন বারো মাস।
ভালবেসে এই মুখে দিলে তুমি হাসি
দুই হাতে দিলে ভরে মুক্তা রাশি রাশি।
যত্ন করে ফুল ফল দিলে পৃথিবীতে
কাড়াকাড়ি করি তবু সেই গুলো নিতে।
তুমি দিছো মেনে নিতে হয় কষ্টকর
শ্রম দিয়ে যাই বলে জন্ম জন্ম ভর।


বীজ যদি নাহি বুনি জমি থাকে ফাঁকা
ফলমূল তবে আর নাহি হবে পাকা।
এলোমেলো ঘাস দিয়ে করো শুধু ছল
খেতে পাই যদি সেথা দেই শক্তি বল।
সেই শক্তি কোথা পাই ভেবে মাথা ঘুরে
শেষে ভাবি তুমি আছো সব স্থান জুড়ে।


রচনা কাল : ০৭/১১/২০১৮ ইং