জানা ছিল না আমার পর কভু হবে
সুখের তরী আমার তুমি যে ডুবাবে।
আশা ছিল যুগে যুগে রবো এক সাথে
সুখ দুঃখ এক সাথে যাবো মোরা গেঁথে।
কিন্তু কেন তুমি হায় চলে গেলে দূরে
হৃদয়ের দুঃখ আজ চেপে শুধু  ধরে।
এমন ছিল না কথা কভু কোন ক্ষণে
হাত ছেড়ে চলে যাবে দূর কোন বনে।


কত দিন চুপি চুপি দেখেছি ও মুখ
সেই মুখের কথায় পেয়ে ছিনু সুখ।
আজ সে মুখ কোথায় লুকিয়ে রেখেছো
হৃদয়ের কত দূরে?  কি তুমি ভেবেছো?
কভু যে পারো নি যেতে মন থেকে দূরে
এ হৃদয়ে আজ শুধু দুঃখ দাও ভরে।


রচনা কাল : ০৩/০৩/২০১৮ ইং