ফিরে ফিরে দেখি শুধু, তোমারই মুখ।
বুকের ভেতরে জাগে, তাই যেন সুখ।
তোমার মুখের মায়া, অতল সাগর।
যতবার দেখি তাই, ভরে না অন্তর।
আমার সুখের বাসা, তোমার হৃদয়।
রেখো না দূরে আমায়, মন শুধু চায়।
মোর ভালবাসা নিয়ে, সাজাও অন্তর।
পাবে না গো খুঁজে আর,  এমন বন্দর।


বধু সেজে এসো তুমি, লাল শাড়ি গায়।
ঐ গ্রামের মায়া ছেড়ে, মোর ছোট্ট নায়।
ভালবাসা নিও দিও, মনে মন গেঁথে।
হাজার বছর থেকো, শুধু মোর সাথে।
চাওয়া পাওয়া বাকি, থাকবে না আর।
যুগ যুগ রবে বেঁচে, দু'জনার ঘর।


রচনা কাল ঃ
১৯/০৪/২০১৭ ইং
৫ঃ৪৪ পিএম।