একদিন সব ছেড়ে, চলে যাবো দূরে।
আসবো না কোনদিন, পৃথিবীতে ফিরে।
নেই আর বেশি দিন, সেই তো সময়।
চলে যেতে হবে তাই, চিন্তা যেন হয়।
কত ছিল ভালবাসা, ছিল কত আশা।
সব কিছু রবে পিছে, ভাবনা নিরাশা।
কত ফুল ঝরে পড়ে, পৃথিবীর পরে।
কয় জনে মনে করে, রাখে বুক তরে।


শূন্য হাতে এসে ছিনু, যাবো শূন্য হাতে।
কি দোষ থাকবে বল, মরণ প্রভাতে।
একা এসে ছিনু ভবে, একা যাবো চলে।
নেই চিন্তা নেই ভয়, তাই কোন কালে।
মন কে নানান ছলে, বেঁধে বাহু ডোরে;
চলে যাওয়ার কথা, বলি চুপিসারে।


রচনা কাল ঃ
০৮/০৫/২০১৭ ইং
৮ঃ১০ পিএম।