মৌ মাছি মৌচাকে যেন, মধু জমা করে।
শত শত মাছি সেথা, ভনভন করে।
চারদিকে ছোটে তারা, ফুলে ফুলে উড়ে।
মধু খোঁজ করে যেন, সারা দেশ জুড়ে।
নানা ফুল হতে মধু, আহরণ করে।
খাটি মধু চিনে তারা, মুখে নেয় ভরে।
মধু মুখে নিয়ে শেষে, ফিরে আসে নীড়ে।
সারা দেয় শব্দ করে, সারা চাক জুড়ে।


ভনভন করে তারা, চলে দেশে দেশে।
যুদ্ধ করে রণ খেত্রে, যেন বীর বেশে।
মাঠে মাঠে কত মাছি, পড়ে রয় মরে।
আহত মৌ মাছি যেন, কষ্টে চাকে ফেরে।
পর উপকারে তারা, দিয়ে যায় প্রাণ।
জীবনের পথে করি, তাদের স্মরণ।


রচনা কাল ঃ
০৭/০৮/২০১৭ ইং
৭ঃ৩৮ পিএম।