মুছে যাক সব ব্যথা মুছে যাক স্মৃতি
পুষে যাক করেছিলে যত তুমি ক্ষতি।
আজ মন বার বার কিছু কথা কয়
তুমি আছো প্রাণে মিশে তবু করে ভয়।
তুমি আজ নেই সেই বরই তলায়
তুমি নেই সেই ঘাটে বেলা অবেলায়।
স্বপ্নে আজ নেই তুমি নেই স্কুল পথে
চলে গেছো কোথা তুমি উঠে কোন রথে?


আজো তুমি জানালে না বিরহের সুরে
আমায় কেমনে ভুলে আছো বহু দূরে।
সুখে আছো নাকি দুঃখে যদি ভুল করে ;
বলতে আমায় তবে তৃষ্ণা যেত সরে।
কত দিন ওই মুখ দেখে না নয়ন
কবে দেখা হবে আর বাড়ায় দহন।


রচনা কাল : ২৬/০৬/২০১৮ ইং