নিজের মত বছর


সবার জীবন পায় নতুন বছর
আমার জীবন শুধু চৈত্র খরতর।
বিরহের স্মৃতি গুলো নতুনেও আশে
আগেরই মত যেন শুধু ভালবাসে।
কিভাবে নতুন ক্ষণ করবো বরণ
ফেলে আসা স্মৃতি বুকে ছিল যে চরণ।
ডাকে স্মৃতি সুরে সুরে নতুনের মত
ছুটে গিয়ে পাই ব্যথা বুকে আটে যত।


রাঙাতো জীবন যদি নতুনের সাথে
তাহলে দুঃখ সবার ঘুরতো না মাথে।
বছরের মত চলে প্রতিটি বছর
তার সাথে সুখ দুঃখ মেলে না খবর।
কত যে বছর গেল কষ্টের জীবন
নতুন বছর কভু হল না আপন।


রচনা কাল : ১৬/০৪/২০১৮ ইং
৩ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ।