নিলাকাশে ফোটে তারা ফোটে নাক ফুল
কন্ঠ শুনে মন দিয়ে করি তাই ভুল।
ভালবেসে এই বুক হয়ে গেল মিছে
সত্য প্রেম দিয়ে মন মিথ্যা প্রেম নিছে।
অভিনয় করে গেছে বুঝি নিতো আগে
আজ বুঝে মনে প্রাণে ব্যথা শুধু লাগে।
সুখ পেতে গিয়ে বুক অশ্রু মাঝে ভাসে
জ্বালাতন করে সেই মিটিমিটি হাসে।


সারাক্ষণ মিথ্যে কথা ফোনে বলে যায়
জানি নাক এই ভাবে কত সুখ পায়।
ছলনাতে প্রেম চায় রয় তাই ঘেষে
বুঝে শুনে স্বপ্ন মাঝে আজ যাই ভেসে।
ভুল করে ভুল মনে কিছু সুখ পাই
ক্ষতি করে যায় শুধু উপকারে নাই।


রচনা কাল : ৩১/০১/২০১৯ ইং