মন চায় কত কিছু পাই না কিছুই
বার বার ব্যথা বলে আয় তোরে ছুঁই।
সাধ না মিটল কোন সব গেল ফাঁকি
প্রাণ চায় দেহ ছেড়ে মন নিয়ে থাকি।
ভুবনের সব কিছু যেন এলোমেলো
সুখ পাখি দেখা দিয়ে দূরে উড়ে গেল।
ফিরে আর আসবে না গেয়ে পাখি গান
হাহাকারে ভরে গেল তাই মন প্রাণ।


পথ চেয়ে থাকি কত আসবে সে পাখি
রাতের স্বপ্ন আমার বুকে ধরে রাখি।
জ্বালাতন শুধু মোর ঘুম ঘোর তালে
ছায়া হয়ে ভেসে উঠে কত পাখি ডালে।
নীড় হারা সুখ পাখি এসো মোর ঘরে
রাখবো তোমায় আমি কত যে আদরে।


রচনা কাল : ০৮/০৬/২০১৮ ইং