নীরবে জ্বলছি শুধু কেউ পাশে নাই
মায়াবী রাতের সাথে কিছু গান গাই।
বুঝাতে মনের ব্যথা কন্ঠে তুলি সুর
কেমনে বুঝাই আর সবে যায় দূর।
আপন মানুষ গুলো পর ভেবে যায়
বুকের ভেতর খানি শুধু কষ্ট পায়।
নয়ন জলের ধারা বয় অবিরত
ডাকলে স্মৃতির পাতা প্রাণ হয় ক্ষত।


ভেবেছি আমায় কভু যাবে নাক ভুলে
বলেছি অন্তর কথা তার সাথে খুলে।
বেঁধেছে পরের ঘর নেই সেই মন
আমাকে দেবার মত নেই তার ক্ষণ।
তাইতো ইমুটা আজ করে দিছি বন্ধ
সইছি বিরহে জ্বলা মন পোড়া গন্ধ।


রচনা কাল : ১৩/০১/২০১৯ ইং