কাঁদলে হৃদয় বুঝি হয় যেন সাদা
স্বপ্নের মায়ার জালে মন পড়ে বাঁধা।
রাখতে ডাকতে ব্যথা দিন কেটে যায়
জানলে মানুষ বুক শুধু কষ্ট পায়।
নিরবে সইতে জ্বালা লাগে যেন ভাল
নিশিতে একেলা ঘরে মুখ থাক কালো।
দেখতে আড়ালে কেউ কভু নাহি আসে
গোপনে বুকটা যেন চিরদিন ভাসে।


কারোর দু'হাত হাতে যদি যায় পড়ে
ব্যথার তৃষার জ্বালা যাবে কিছু গড়ে।
অনেক দূরেতে থাকি লাগে মনে ভয়
অনল দহন যদি কিছু বের হয়;
তাহলে বুকটা যেন যাবে আরো বেঁকে
রাতের জোনাক শুধু পাশে যাক থেকে।


রচনা কাল : ২৮/০৩/২০১৯ ইং