যে পথে সুখের নীড়, সেই পথে তুমি।
হেলে দুলে পথ তাই, ঘুরি ফিরি আমি।
আঁধারের তরী তুমি, তুমি সন্ধ্যা ফুল।
ভালবাসা হারা তুমি, আমি করি ভুল।
নিশি ভরে স্বপ্ন আঁকি, দিনে তার ছায়া।
তোমার করুণ হাসি, দেখে লাগে মায়া।
সাগরের ঢেউ এসে, জল দেয় মুখে।
তোমার বুকে আমার, ছবি হাসে সুখে।


রাতের জোনাক হাসে, তুমি হাসো বলে।
বৃষ্টি ঝরে ঝর ঝর, যদি যাও চলে।
তোমার গানের পাখি, রয় যেন চুপ।
মেঘমালা যেন হাসে, দেখে তোমা রুপ।
তোমার সুখের ঢেউ, লাগে মোর গায়ে।
ভালবেসে বেঁধে তুমি, যাও মোরে নিয়ে।


রচনা কাল :
১৯/০৭/২০১৭ ইং
৮ঃ০৯ পিএম।