সত্য প্রেম ছেড়ে তুমি কোথা সুখ খোঁজো
নিঃস্বার্থের ভালবাসা নাহি তাই বোঝো।
যার বুকে এত মায়া দাও নাক দাম
অবহেলা করে বলো আছে শুধু নাম।
যার কাছে দাম নেই যাও বার বার
ব্যর্থ হয়ে ফিরে এসে কাঁদো ঝারে ঝার।
মন দিয়ে মন নিয়ে শেষে মেলে জ্বালা
বুক মাঝে পুড়ে পুড়ে হয়ে যায় কালা।


সত্য প্রেম ছেড়ে গেলে মেলে বড় কষ্ট
ধীরে ধীরে কত জনে হয়ে যায় নষ্ট।
পৃথিবীকে বলো গানে কেউ পাশে নাই
মায়ে ডাকে ওরে খোকা আয় মোর ঠাই।
এই ভালবাসা আর কার কাছে পাবে
চলে গেলে এই সুখ আর নাহি পাবে।


রচনা কাল : ০১/০২/২০১৯ ইং