ফুল ফোটে ফুল ঝরে প্রকৃতির খেলা
তাহা ভেবে যেন মোর কেটে যায় বেলা।
পাখি কত গান গায় কত সুর জানা
মনে দেয় কত সুখ দেয় কত হানা।
বৃষ্টি এসে সুখ দেয়, দেয় বড় জ্বালা
ভাঙা ঘরে যেন হায় দিতে হয় তালা।
ভোর বেলা পাখি ডাকে ঘুম ভেঙে যায়
কেহ তাই লাঠি নিয়ে তাদের তাড়ায়।


চাঁদ জ্বলা মেঠো রাতে সুন্দর প্রকৃতি
কেহ সেথা পায় সুখ কারো ব্যথা স্মৃতি।
নদী স্রোত দেখে যেন কারো মন হাসে
যে পড়ে স্রোতের পাঁকে অশ্রু জলে ভাসে।
সুখ দুঃখ চিরকাল এক সাথে রবে
যার মন যেটা চায় নাও এই ভবে।


রচনা কাল : ০৬/০৫/২০১৮ ইং