নিরাকার হয়ে বুঝি মজছো খেলায়
দেখা দাও একবার আমার বেলায়।
কিছু হাসি কিছু কান্না নিয়ে করো খেলা
মিছামিছি এভাবেই কাটছো কি বেলা?
সব দিয়ে পূর্ণ করে বুক করো খালি
কত জনে চুপিসারে দেয় কত গালি।
শাহিন বলে খেলবে আর কতক্ষণ
ভাল লাগে না কিছুই ঘুরে আর বন।


এক পণ্য বার বার নিতে নাহি চাই
পুরাতন হলে কিছু ফেলে দিয়ে যাই।
কিছু স্বপ্ন কিছু কষ্ট দাও বার বার
সে গুলো হৃদয়টারে মানায় যে হার।
নতুনে দাও না কিছু ফেলি অন্য শ্বাস
সুখ দুঃখ মেনে নিয়ে করি বসবাস।


রচনা কাল : ১০/১০/২০১৮ ইং