প্রেম প্রীতি ছাড়া কারো, বাঁচে না জীবন।
সোনালী সোনার রোদ, চায় খুঁজে মন।
অফুরান সুখ চায়, সবার হৃদয়।
অনেকের  বুকে সুখ, চিরকাল রয়।
সুখ পেয়ে কারো মন, ভরে না তো আর।
আরো সুখ আরো সুখ, করে দিন ভর।
সুখ খোঁজে সুখী মন, আরো সুখ চায়।
সুখ আছে তবু কাঁদে, ঘুম যে হারায়।


সুখ সুখ করে সব, করে টানাটানি।
গাছের গোড়ায় ঢালে, ভুলে শুষ্ক পানি।
কেউ করে হায় হায়, কেউ খায় বাসি।
সবাই যে চায় সুখ, সুখ দেয় ফাঁসি।
নিরিবিলি একা একা, সুখ পথে হাটে।
সেই পথ খুঁজে পেলে, মুখে হাসি ফোটে।


রচনা কাল ঃ
২২/০৪/২০১৭ ইং
৫ঃ২৪ পিএম।