অঝোরে কাঁদছো আজ মুঠোফোন ধরে
একুশ তারিখে ছেড়ে যাবে  পর ঘরে।
জীবনে অনেক স্বপ্ন অপূর্ণতা রয়
ধৈর্যের বাঁধনে যেন মন নাহি সয়।
প্রেমের স্মৃতির মাঝে শুধু ব্যথা ফলে
ভুবনে বাঁচতে তাই বুক এত জ্বলে।
কিছুই করার নেই কষ্টে কাঁদা ছাড়া
নিশিতে অন্তর খানি হয় প্রাণ হারা।


কেমন সুখের লাগি দিয়ে ছিলে মন
প্রেমের অনলে পুড়ে গেলে সারাক্ষণ।
আসলে আমার কাছে কলঙ্কিনী হবে
সমাজ আঁধার চোখে বেঁধে নিয়ে রবে।
বিরহ সইতে হয় জীবনের নায়
নয়ন জলের পরে প্রেম ভেসে যায়।


রচনা কাল : ১৪/১২/২০১৮ ইং