অতি সাধারণ লোক হাসি মুখ তার
খায় দায় কাজ করে মানে নাহি হার।
অর্থ নেই চিন্তা নেই মূল্য আছে ঢের
কিছু খায় আর কিছু রেখে দেয় জের।
মন মত কাজ পেলে প্রাণে খেঁটে যায়
এক কথা ঠিকঠাক দাম যেন পায়।
কথা বলে বুক ভরে যার তার সাথে
হৃদয়ের মাঝামাঝি সব মন গাঁথে।


বিছানার তলে আর ব্যংকে টাকা ভরা
তবু চোখ ঘুমহারা বুকে চৈত্র খরা।
কোটিপতি লোক সাথে দাও যদি তুল
মন দিয়ে মন মাপো ভেঙে যাবে ভুল।
কিছু নেই বুকে শুধু প্রিয় এক হাত
নিরালায় ঘুম দেয় যেন সারা রাত।


রচনা কাল : ১৩/১২/২০১৮ ইং