মানুষের পরিচয় ধর্ম কেন হয়
এই কথা শুনে বুঝি মন হয় ক্ষয়?
যত ধর্ম যত কর্ম মানুষের সব
অন্ধ বিশ্বাসের মাঝে যত কলরব।
কাল্পনিক কথা গুলো সত্য কেন মানো
মিছামিছি সব কিছু সত্য কিছু জানো।
ভন্ড লোক গুলো ভব করে ছিল গ্রাস
ভুলভাল বুঝ দিয়ে করে ছিল দাস।


মানুষের খেয়ে তারা যেতো দেশে দেশে
ঘুরে ফিরে অর্থ পেয়ে যেতো তারা হেসে।
মিথ্যা কথা নানা ঢঙে বলে পেতো সুখ
ভয়ে ভয়ে কথা বলে শুকে দিত মুখ।
বোকা বোকা লোক গুলো কান্না করে করে
পিছে পিছে যেতো চলে সারাদিন ধরে।


রচনা কাল : ১১/১১/২০১৮ ইং