অন্ধবিশ্বাসী মানুষ দেখি চারদিকে
বলতে গেলেই কেউ কাঁদে ফিকে ফিকে।
আবার মারতে আসে কেউ ফিরে ফিরে
এরা পাগলের ন্যায় ঠেলে চলে ভিড়ে।
এদের ওস্তাদ গুলো চলে শান্ত বেশে
নিরক্ষর লোক খোঁজে ঘুরে দেশে দেশে।
কল্পনা বিলাস গুলি সত্য বলে যায়
গ্রোগাসে গিলে খেয়েই কেউ শান্তি পায়।


পিছনের কি উদ্দেশ্য কেউ নাহি জানে
যা বলেছে সত্য বলে সবাই যে মানে।
দেহ মন সব কিছু সঁপে দেয় তারে
তার নামে জয়ধ্বনি দেয় বারে বারে।
খুঁশিতে সে আত্মহারা কি হতে কি বলে
যা বলে সবাই তার সেই পথে চলে।


রচনা কাল : ১৭/১০/২০১৮ ইং