অনেক ব্যথার পরে আরো ব্যথা লাগে
কেন আসা এই ভবে? কষ্টে মন ভোগে।
সাধের ভুবন আর চাই না তো ফিরে
পরজন্মে আর প্রেমে পড়বো না ঘুরে।
সুখের আশায় আর বাঁধব না ঘর
গড়বো না আর ভবে সুন্দর সংসার।
হাসি খুশি চেয়ে আর বাড়াবো না জ্বালা
ফুরাবে যে একদিন নিভে যাবে বেলা।


কি নিতে এসে ভুবনে এত জ্বালাময়
কিসের আশায় মন রয় পড়ে রয়।
জানা নেই কোন কিছু তবু এই থাকা
কিছু নেই চারদিক আছে শুধু ফাঁকা।
বেলা শেষে অন্ধকার জানে লোক সবে
বেদনার চোখে সব অন্ধ এই ভবে।


রচনা কাল : ০৫/০৩/২০১৮ ইং