কি প্রশংসা করি বলো ভাষা নেই মুখে
চন্দ্র মুখ দেখে প্রাণ যেন ভরে সুখে।
চিকন ঠোটের হাসি আহা কত মিষ্টি
বিধাতার গড়া এক অপরূপা সৃষ্টি।
চোখ দু'টি মায়া ভরা ডাকে বারে বার
মরে যাই লাজে বলে তাকাই না আর।
হাসি দেখে হাসি পায় মুখ রাখি চেপে
মা বাবা বোন দেখলে যেতে পারে ক্ষেপে!


কেন তুমি এতদিন আড়ালে লুকিয়ে
মনের ইচ্ছে যতনে মারলে  পুড়িয়ে?
বেশি সুন্দর বলেই এভাবে ঘুরালে!
নাকি দিলে দেখা তুমি শরম ফুরালে?
দেখা দিলে তাই আর চাই না জানতে
রেখো তুমি পাশাপাশি জীবনের প্রান্তে।


রচনা কাল : ০৭/০৮/২০১৮ ইং