মুক্তিসেনা শক্ত করে অস্ত্র হাতে ধরো
পরাধীনতার থেকে দেশ মুক্ত করো।
দিকে দিকে হাহাকার অনাহারী মুখ
কারো মনে এতটুকু নেই যেন সুখ।
ঘর বাড়ি হতে আসে শুধু পোড়া গন্ধ
এত দুঃখ এত জ্বালা কবে হবে বন্ধ।
অত্যাচাররের সিমা ছেড়ে গেছে ওরা
প্রতিবাদী নাহি হলে হবে মুখ পোড়া।


ভয় করে পিছু পায়ে আর নাহি যাবে
শক্তি আনো মনে প্রাণে দেহে বল পাবে।
চেষ্টা করো প্রাণপণে হবে তবে জয়
চুপিসারে থাকো যদি দেশ হবে ক্ষয়।
জানি আমি মানি আমি বাঙালির ঘরে
বীরসেনা শান্ত হয়ে বসবাস করে।


রচনা কাল : ১১/১২/২০১৮ ইং