পাকা ধান কাঁচা পথে, চাষী যায় নিয়ে।
দোল খায় ধান গুলো, ঝরে পড়ে পায়ে।
ধান রেখে সারি হয়ে, চাষী ভাই হাটে।
সারা দিন  রৌদ্র পুড়ে, তারা মাঠে খাটে।
বৃষ্টি হলে রশি হাতে, মাঠে দ্রুত চলে।
ভেজা ধান ভেজা পথ, কষ্ট সর্ব কালে।
লক্ষ্মী মেয়ে কাঁদা জলে, ধান নিয়ে খেলে।
মায়ে দেখে চড় মারে, কাঁদে বৃষ্টি তালে।


বড় গাছের ছায়ায়, যেন ক্লান্ত দেহ;
মেলে ধরে তার কাছে, যেন অহরহ।
ছায়া তলে ক্লান্ত কেহ, যেন নিজ মনে;
বাজায় বাঁশের বাঁশি, নিদ্রা ও শয়নে।
পাকা ধান ঘরে তুলে, সারাটি বছর;
আরাম আয়েশে খাবে, প্রতিটি প্রহর।


রচনা কাল ঃ
০৪/০৬/২০১৭ ইং
৮ঃ৪৯ পিএম।