পারিনি আপন হতে বেঁধে মনে মন
দেখছে স্বপন কত আজো দু'নয়ন।
নীরবে তোমার সাথে বাঁধা হবে ঘর
ভাবিনি কখনো তুমি হয়ে যাবে পর।
জ্বলতে জ্বলতে বুক পুড়ে হল ছাই
শুধুই বেদনা প্রাণে আর কিছু নাই।
আসেনি দেখতে কেউ কভু এই ধারে
বোঝেনি কিভাবে বুক হাহাকার ছাড়ে।


জীবন নদীতে শুধু ব্যথা ভরা জল
কোথাও পাইনে কোন খুঁজে তার তল।
এভাবে চলবো কত ভেবে লাগে ভয়
একেলা আঁধার ঘরে নাহি ব্যথা সয়।
শুনলে অন্তর কথা মন প্রাণ দিয়ে
সত্যিই আমার হতে কিছু ব্যথা নিয়ে।


রচনা কাল : ১৮/০১/২০১৯ ইং