তুমি ছাড়া সারা দিন, লাগে একা একা।
মনমরা হয়ে যেন, চলি আঁকাবাঁকা।
তুমি ছাড়া সুখ নেই, বুঝি এ ভুবনে।
দূরে গেলে অশ্রু যেন, ঝরে দু'নয়নে।
বিরহ আমায় যেন, ধরে শক্ত করে।
সব কষ্ট যায় দূরে, যদি আসো ফিরে।
হৃদয়ের আশা গুলো, দানা বাঁধে হায়।
তোমার মুখের দিকে, মন চেয়ে রয়।


তোমার মুখের রঙ, বড় ভালবাসি।
একবার দেখি যদি, বার বার হাসি।
তোমার কন্ঠের সুর, বড় মধুময়।
শুনি যত লাগে ভাল, মন আরো চায়।
হৃদয়ের ছোট্ট ঘরে, রাখি বেঁধে রুপ।
তুমি যেন থাকো সেথা, শুধু বসে চুপ।


রচনা কাল ঃ
০৬/০৮/২০১৭ ইং
১০ঃ১১ পিএম।