বাড়ির উঠান মাঝে, ছোট ডালে ডালে;
কাপড় বাঁধা পেয়ারা, থাকে কিছু ঝুলে।
ছোট আম মুক্ত যেন, থাকে খোলা মেলা।
বড় আমের কপালে, হয় যেন জ্বালা।
চালের উপরে আম, ধরে থরে থরে।
সাদা রঙ হলে যেন, খায় আম পেরে।
লোক এসে দেখে আম, গায় গুনগান।
মালিকের ছেলে বলে, খান পেরে খান।


পেয়ারা আমের যেন, বড় গুনাগুন।
অনেকে পেয়ারা খায়, দিয়ে সাথে নুন।
সমস্যায় পড়ে লোক, পোকা ধরে বলে।
কাপড় মুড়িয়ে দেয়, আধ সাদা হলে।
পানির মতন লাগে, কিছু আম হায়।
কিছু আম মিষ্টি লাগে, লোকে সুখে খায়।


রচনা কাল ঃ
০৮/০৮/২০১৭ ইং
৯ঃ০৫ পিএম।