আশা করে বাসা বাঁধা হয়েছে স্বপনে
বাস্তবেতে কাঁদে প্রাণ হৃদয় দহনে।
তার হাতে চিঠি দেখি গভীর নিশিতে
সেই চিঠি দেয় বলে মজবে পিরিতে।
যার সাথে তার মন যতনে বাঁধবে
সেই যদি ভাঙে মন বিরহে কাঁদবে।
বুঝে যাবে কষ্ট যত আমাকে দিয়েছে
এই বুক থেকে সুখ কতই নিয়েছে।


অন্ধকারে বসে যদি ভাবতো আমায়
ফিরে যদি যেতো সেই স্মৃতির পাতায়।
যত গান যত কথা পড়তো স্মরণে
বলে ছিল পাশে রবে জীবন মরণে।
জানি কোন একদিন কাছেতে আসবে
প্রেম দিয়ে বুক ভরে শুধুই হাসবে।


রচনা কাল : ০২/১১/২০১৮ ইং