যত দেখি তোর ছবি তত লাগে ভয়
এই মন প্রাণে যেন কি জানি কি হয়।
পর যদি হয়ে যাস বাঁচবো না আর
অভিমান করিস না তুই বার বার।
কথা দে হৃদয় থেকে হবি না তো পর
আমি ছাড়া কারো সাথে বাঁধবি না ঘর।
তুই ছাড়া মন জুড়ে আর কেউ নাই
তোরে নিয়ে সারাক্ষণ কত গান গাই।


কথা যদি নাহি হয় কোন এক বেলা
মনে হয় শেষ হল জীবনের খেলা।
হারানোর ভয়ে প্রাণ কাঁপে থরথর
কলিজায় জাগে যেন চৈত্র খরতর।
প্রতি নিশ্বাসে আমার শুধুই যে তুই
চোখ বুঝে মন ভরে তোরে তাই ছুঁই।


রচনা কাল : ২৭/১০/২০১৮ ইং