বুঝলে মনের ব্যথা দিতে তবে ফোন
ভেসেছে নয়ন খানি কেঁদে সারাক্ষণ।
কখনো নিজের থেকে দিলে নাহি সুখ
দেখেছি তোমার ছবি হাসি ভরা মুখ।
ইমুতে পাঠানো ছবি কেটে কেন দিলে?
পেয়েছি অনেক কষ্ট প্রাণ কেড়ে নিলে।
এমন করলে বলে হই ঘুমহারা
নয়নে চলছে বয়ে তাই অশ্রু ধারা।


ভাবছি শুধুই আজ ভুলে গেলে তুমি
পরাণ শুকিয়ে হল যেন মরুভূমি।
বাঁচার নেইতো আশা আর পৃথিবীতে
দেখবো কতই ব্যথা পারো তুমি দিতে।
অনেক সয়েছি জ্বালা এত ভালবেসে
মরলে অনেক সুখী হবে বুঝি শেষে।


রচনা কাল : ১৬/০১/২০১৯ ইং